News and Events
Enjoy remarkable Events with us.
18 Jan 2023| 04:12 PM
দেশে এসে পৌঁছালো এয়ার এ্যাস্ট্রা’র তৃতীয় এয়ারক্রাফট

[ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৩] দেশে পৌঁছেছে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট। বুধবার রাত আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (S2-STA) মডেলের এয়ারক্রাফটটি দেশে এসে পৌছায়। 

এ বিষয়ে, এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, মঙ্গলবার ফ্রান্স এর টুল্যুজ থেকে রওনা হয়ে মিশরের কায়রো ও ওমানের মাস্কাট হয়ে দেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি। এর মধ্য দিয়ে এয়ার এ্যাস্ট্রার এয়ারক্রাফট বহরের সংখ্যা তিনটিতে উন্নিত হলো। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৪ টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। এছাড়াও খুব শিঘ্রই ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।